অনলাইন ডেস্ক, ২৮ জুন।। ইরানের তৈরি ড্রোন সাত হাজার কিলোমিটার ( চার হাজার মাইলের বেশি) উড়তে সক্ষম। রবিবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার জেনারেল হোসাইন সালামি এমন দাবি করছেন। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের তৈরি এমন অনেক ড্রোন রয়েছে যা কোনো পাইলট ছাড়াই সাত হাজার কিলোমিটার উড়তে পারে এবং এসব ড্রোন একই স্থানে ফিরে আসতে বা যেকোনো জায়গায় অবতরণ করতে পারে।’ তবে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি আইআরজিসি কমান্ডার। তবে ধারণা করা হচ্ছে- গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার সময় উন্মোচন করা ইরানের ‘গাজা’ যুদ্ধ ড্রোনের দুই হাজার কিলোমিটারের তুলনায় নতুন এ ড্রোনের রেঞ্জ হবে সাড়ে তিন হাজার কিলোমিটার।
নতুন এ ড্রোন তৈরির আগে ‘গাজা’ ড্রোন ছিল ইরানের সবচেয়ে দীর্ঘ রেঞ্জের ড্রোন। ইরানের বিমানবাহিনী অধিকাংশ ক্ষেত্রে ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুত শাহ’র করা আইনের আওতায় ক্রয় করা যুক্তরাষ্ট্রের পুরোনো যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এগুলোর রক্ষণাবেক্ষণও কঠিন হয়ে পড়েছে।