অনলাইন ডেস্ক, ২৮ জুন।। এক দল ফিফা র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান। অন্য দলটা টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দুই দলেই রয়েছে সময়ের অন্যতম সব তারকা। ইউরো কাপে বেলজিয়াম-পর্তুগাল ম্যাচটা তাই একটা ফুটবল ম্যাচের চেয়েও যেন বেশি কিছু!
ফুটবল ভক্তদের আকর্ষণের কেন্দ্রে থাকা এই ম্যাচটার প্রথমার্ধ শেষ হয়েছে বেলজিয়ামের ১-০ গোলের অগ্রগামিতায়। প্রথমার্ধের শেষ দিকে থরগান হ্যাজার্ড অসাধারণ নৈপুণ্যে গোল করেন। সুবাদে এগিয়ে যায় বেলজিয়াম।
গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে শেষ ষোলোয় পা দিয়েছে বেলজিয়াম। নিজেদের প্রথম ম্যাচে তারা রাশিয়াকে হারায় ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়ে দেয় ডেনমার্ককে। তৃতীয় ম্যাচে ২-০ গোলে পরাস্ত করে ফিনল্যান্ডকে। সুবাদে ‘বি’ গ্রুপ থেকে সেরা হয়ে তারা দ্বিতীয় পর্বে খেলতে আসে।
অন্যদিকে ‘এফ’ গ্রুপ থেকে তৃতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোয় খেলছে পর্তুগাল। প্রথম ম্যাচে তারা হাঙ্গেরিকে ৩-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে ২-৪ গোলে হার মানে জার্মানির কাছে। তৃতীয় ম্যাচে ফ্রান্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি।
ক্রিস্তিয়ানো রোনালদো এ ম্যাচে মাঠে নেমেছেন ইতিহাস গড়ার হাতছানি নিয়ে। দেশের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ড এই মুহূর্তে যুগ্মভাবে ইরানের আলি দাই ও রোনালদোর। দুজনেই ১০৯টি করে গোল করেছেন।
এ ম্যাচে অন্তত ১টি গোল করতে পারলেই আলি দাইকে টপকে এককভাবে বিশ্বরেকর্ড নিজের নামে করবেন রোনালদো। এখন সেটাই তাদের দরকার। বেলজিয়াম যে এগিয়ে।