অনলাইন ডেস্ক, ২৮ জুন।। আলভারো মোরাতাকে যেভাবে হত্যার হুমকি দেয়া হয়েছে, তাতে পুলিশের হস্তক্ষেপ চান স্পেনের কোচ লুইস এনরিকে। ২৮ বছর বয়সী মোরাতা চলতি সপ্তাহে জানান, জাতীয় দলের তিনটি গ্রুপ ম্যাচে গোলের সুযোগ হাতছাড়া করায় তাকে হুমকি দেয়া হয়েছে। রবিবার সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘এটা মারাত্মক। পুলিশের বিষয়টি দেখা উচিত।’
তিনি বলেন, ‘যেকারো পরিবারকে এভাবে হুমকি দেয়া গুরুতর অপরাধ।’ মোরাতা এর আগে বলেন, ‘লোকজন বলছে, তোমার সন্তানকে মেরে ফেলা হবে। আমার স্ত্রী ও সন্তান সেভিয়ার স্টেডিয়ামে এসেছিল। তাদের পরা জার্সির পেছনে মোরাতা লেখা ছিল। আর তা দেখে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করে।
এটা জটিল। আমি বুঝতে পারছি, সুযোগ মিস করার জন্য লোকজন আমাকে টিটকারি দিচ্ছে। তবে তারও একটা সীমা আছে।’ অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসে খেলছেন মোরাতা। ইউরোতে তিনি বেশ কয়েকটি গোল মিস করেছেন। তার মধ্যে গত বুধবার স্লোভাকিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে একটি পেনাল্টিও মিস করেন তিনি। ইউরো শুরুর আগে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল মিস করায় সমর্থকদের দুয়ো শুনতে হয় তাকে। সেই চাপ যেন আসরেও বয়ে বেড়াচ্ছেন।