অনলাইন ডেস্ক, ২৮ জুন।। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ভারত। শিরোপা জিততে না পারলেও বিরাট কোহলিদের সার্বিক পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
আসরের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে যে পরিশ্রম করেছে কোহলির দল, সেই কৃতিত্বকে খাটো করে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন সৌরভ। এক সাক্ষাৎকারে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যাত্রায় প্রত্যেকে অবদান রেখেছে।
অজিঙ্কা রাহানে সব থেকে বেশি রান করেছে। মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মাকেও ভুলা যাবেন না। ইশান্তের মতো ফাস্ট বোলারের ১০০ টেস্ট খেলা কোনো আহামরি ব্যাপার নয়। কপিল দেবের পর ও দ্বিতীয় বোলার হিসেবে এই কাজ করে দেখিয়েছে। রোহিত শর্মা, রাহানে এবং বিরাট কোহলিও দারুণ খেলেছে। সঠিক সময়ে বল হাতে ভেলকি দেখিয়েছে রবিচন্দ্রন অশ্বিন। ’
এদিকে করোনার কারণে প্রথমবারের মতো আয়োজিত টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কিছু নিয়ম বদল করেছিল আইসিসি। সৌরভের মতে, পরের বার নিয়ম বদলানোও হতে পারে।
বলেছেন, ‘ভারত এবং নিউজিল্যান্ড ভালো খেলেই ফাইনালে উঠেছে। আশা করা যায় পরের পর্বে কিছু পরিবর্তন আসবে। গত বছর তো কোভিডের কারণে অনেক ম্যাচ বাতিল হয়েছে। পরের প্রতিযোগিতায় সেগুলোকে গুরুত্ব দেওয়া হতে পারে। ’