অনলাইন ডেস্ক, ২৮ জুন।। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের রোগা চেহারার ভিডিও দেখে ‘হৃদয় ভেঙে যাচ্ছে’ দেশটির সাধারণ মানুষের। সম্প্রতি তার শুকনো চেহারার একটি ভাইরাল ভিডিও দেখে রাষ্ট্রীয় গণমাধ্যমে এভাবে মন্তব্য করেছেন স্থানীয় এক ব্যক্তি। বেশ কয়েকটি গণমাধ্যমে কয়েক মাস ধরে বলা হচ্ছে, ৩৭ বছর বয়সী কিমের ওজন অনেক কমে গেছে।
কেআরটি ব্রডকাস্টারে সাক্ষাৎকার দেয়া ওই ব্যক্তিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, প্রশাসনিক বৈঠকে রোগা কিমের হেঁটে আসার একটি ভিডিও ছড়িয়েছে উত্তর কোরিয়ায়। সম্প্রতি পিয়ংইয়ংয়ের রাস্তায় বড় স্ক্রিনগুলোতে ভিডিওটি দেখা হয়েছে।
তা এখন ভাইরাল নেটমাধ্যমে। ‘শারীরিক অসুস্থতার কারণে’ মাঝে প্রায় বেশ কয়েকদিনই প্রকাশ্যে দেখা যায়নি কিমকে। উত্তর কোরিয়ার শাসকদের আচার-আচরণ এমনিতে বেশ অদ্ভুত। তাদের বিষয়ে সাধারণ মানুষের তেমন কোনো ধারণাই থাকে না। যুগ-যুগ ধরে দেশটিতে কঠোর সব নিয়ম চলে আসছে।
যেমন রাজার কষ্টে সবাই কাঁদতে বাধ্য। তার জন্মদিনে আবার হাসতে বাধ্য। এসব দিনে কেউ উল্টোটা করলে মৃত্যুদণ্ডের সাজা পেতে হয়। রয়টার্স একটি ভিডিওর কথা বলছে, যেটি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি; ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে স্ক্রিনে কিমকে দেখে কাঁদছেন সাধারণ মানুষ। ভিডিওতে তাকে আগের চেয়ে বেশ রোগা মনে হয়েছে।