অনলাইন ডেস্ক, ২৮ জুন।। টোকিও অলিম্পিকে খেলবেন না চার বারের স্বর্ণজয়ী তারকা সেরেনা উইলিয়ামসন। রবিবার উইম্বলডন শুরু আগে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।
২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা বলেন, ‘আমি আসলে অলিম্পিকের তালিকায় নেই। তাই আমি এ সম্পর্কে অবগত নই।
যদি তাই হয়, তা হলে আমার এতে থাকা উচিত নয়। ’সেরেনা যোগ করেন, ‘অলিম্পিকের জন্য আমার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। ’
সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে মোট ৪ বার অলিম্পিকে স্বর্ণ জিতেছেন সেরেনা। ২০১২ লন্ডন অলিম্পিকে মেয়েদের একক এবং ডাবলসে স্বর্ণ জেতেন সেরেনা। অন্য দুটি স্বর্ণ (ডাবলস) তিনি জেতেন ২০০০ সিডনি অলিম্পিক ও ২০০৮ বেইজিং অলিম্পিকে।
অলিম্পিকে অংশ না নেওয়ার অভিজ্ঞতা কেমন হবে, এমন প্রশ্নের উত্তরে সেরেনা বলেন, ‘আমি এ নিয়ে এখনো ভাবিনি। অতীতে, আমার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। আমি সত্যিই এটার ব্যাপারে ভাবছি না, তাই আমি এটা নিয়ে চিন্তা না করেই এগিয়ে চলব। ’
টেনিসের বিগ থ্রি-র রাফায়েল নাদাল আগেই জানিয়েছেন টোকিওতে অংশ নেবেন না তিনি। রজার ফেদেরার জানিয়েছেন, উইম্বলডনে তার সফর কেমন হবে, সেটা দেখেই তিনি অলিম্পিকের জন্য সিদ্ধান্ত নেবেন।