অনলাইন ডেস্ক, ২৮ জুন।। কোপা আমেরিকার আয়োজক ব্রাজিলের টানা ১০ ম্যাচের জয়ের ধারা শেষ হয়েছে ইকুয়েডরের বিপক্ষে। সোমবার ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে অতিথিরা। ব্রাজিল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এদিন নির্ভার হয়ে খেলতে নেমেও পূর্ণ পয়েন্ট পেল না তারা। নেইমার-কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের সঙ্গে ইকুয়েডর লড়াই করে সমানে-সমান।
প্রথম ২৫ মিনিটে গোলের জন্য নেয় চারটি শট। তবে সেভাবে আলিসন বেকারকে ভাবাতে পারেনি দলটি। ৩৭তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন মিলিতাও। এভেরতনের ফ্রি কিকে অনেকটা লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।৫২তম মিনিটে সমতা ফেরায় ইকুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে।
বাকিটা অনায়াসে সারেন তিনি।প্রথমার্ধে মোয়েস ক্যাসিডো ইনজুরিতে পড়লে মাঠে নামেন তিনি। গ্রুপে আগেই শীর্ষ স্থান নিশ্চিত করা ব্রাজিল ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শেষ করেছে। ব্রাজিল সেই ২০১৯ সালের নভেম্বরের পর এই প্রথম ড্র করল। এদিন একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারানো পেরু ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। বি গ্রুপে ইকুয়েডর কোনো জয় না পেলেও তিন ড্র নিয়ে চতুর্থ দল হিসেবে শেষ আটে গেল। বাকি তিনটি দল ব্রাজিল, পেরু এবং কলম্বিয়া।