Britain : টিকাদান কর্মসূচির পরিধি বাড়ানোয় গুরুতর অসুস্থতা থেকে রেহাই পাচ্ছেন ব্রিটেনের মানুষ

অনলাইন ডেস্ক, ২৮ জুন।। ব্রিটেনে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়লেও হাসপাতালে রোগীর সংখ্যা কমছে। বিবিসি বলছে, টিকাদান কর্মসূচির পরিধি বাড়ানোয় গুরুতর অসুস্থতা থেকে রেহাই পাচ্ছেন সাধারণ মানুষ।

২১ জুন লকডাউন সম্পূর্ণ তুলে দেওয়ার কথা ছিল ব্রিটেনে। সেই সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। এক মাস বাড়ানো হয়েছে বন্দিদশা। সেই সঙ্গে টিকা দেয়ার গতি আরও বাড়িয়েছে প্রশাসন।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ‘অনেকেই বলছেন টিকা নিয়েও তো সংক্রমণ ঘটছে। সেটা সত্যি। কিন্তু লক্ষ্য করে দেখুন সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তি কিন্তু তেমন বাড়েনি। প্রতিষেধকের জন্যই সুফল মিলছে। ’

সরকার-পক্ষ থেকে লকডাউন তুলে দেওয়ার জন্য নতুন দিন শোনা যাচ্ছে ১৯ জুলাই। তবে সরকারি উপদেষ্টা হরবি বলছেন, ‘আমরা ডেট নয়, ডেটা দেখছি। তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত। ’

ব্রিটেনে কড়াকড়ি করা হলেও ইউরোপের বহু দেশে বাসিন্দাদের করোনা-বিধি থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। জার্মানিতে যেমন, রাস্তাঘাটে মাস্ক পরা আর বাধ্যতামূলক নেই। পর্যটন খুলে দেওয়া হয়েছে। রেস্তরাঁ, এমনকি চিড়িয়াখানাও খুলে দেওয়া হয়েছে বহু দেশে।

এ বিষয়ে ইরবির সতর্কবার্তা ‘ডেল্টা স্ট্রেইন মারাত্মক সংক্রামক। এর গতিবিধি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। দুর্ভাগ্যজনক হলেও আমার ধারণা খুব শিগগিরি গোটা ইউরোপে ছড়িয়ে পড়বে ডেল্টা। ‘

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?