অনলাইন ডেস্ক, ২৮ জুন।। কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরই মধ্যে লিওনেল মেসিদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচটি অবশ্য শুধুই নিয়মরক্ষার। এদিকে সংবাদমাধ্যমে খবর, এ ম্যাচটি খেলেই নিজ দেশে ফিরবে আর্জেন্টিনা দল। তাহলে কোয়ার্টার ফাইনাল? না তার আগে আবার ব্রাজিলে ফিরবেন মেসিরা।
খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস। তাদের খবর অনুযায়ী, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে আর্জেন্টিনার খেলোয়াড়রা এজেইজায় ফিরবেন মেসিরা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।
টিওয়াসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, কোপার জন্য আর্জেন্টিনা দল নিজেদের দেশেই প্রস্তুত করেছিল নিজেদের। এদিকে ব্রাজিলে করোনার প্রভাব দিন দিন খারাপ হচ্ছে। ফলে সব মিলিয়ে গ্রুপে লিগের ম্যাচ খেলেই নিজেদের দেশে ফিরতে চাইছে আর্জেন্টিনা।
এর আগেও নাকি গ্রুপ লিগের মাঝে দেশে ফেরার কথা ছিল লিওনেল স্কালোনির ছেলেদের। কিন্তু দুদিন পরেই প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার জন্য তারা আর দেশে ফেরেনি।
তবে এবার গ্রুপ লিগের পরে কোয়ার্টার ফাইনালের মধ্যে অনেকটা সময়, আর এই সময়ে নিজেদের দেশের মাটিতেই অনুশীলন সারতে চায় আর্জেন্টিনা।
তবে এর আগে খবর এসেছিল, কোয়ার্টার ফাইনাল সামনে রেখে আর্জেন্টিনা দল দেশে নাও ফিরতে পারে। প্রস্তুতিটা সারতে পারে ব্রাজিলে থেকেই। কিন্তু টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, তেমন হওয়ার কোনো সম্ভাবনা নেই।
৩ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ততদিন নিজেদের দেশের মাটিতেই অনুশীলন করতে চান লিওনেল মেসিরা।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে কে কে থাকবেন, তা নিয়ে এখনো আলোচনা হচ্ছে। ৬ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। বলিভিয়ার বিপক্ষেও হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তারা। কোচ লিওনেল স্কালোনি নিশ্চয়ই ঝুঁকি নিতে চাইবেন না।