অনলাইন ডেস্ক, ২৮ জুন।। ফ্রান্সের ট্যুর ডে ফ্রান্স সাইক্লিং টুর্নামেন্টে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েক জন প্রতিযোগী আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন আয়োজকেরা।
প্রাথমিকভাবে জানানো হয়েছে, রাস্তার পাশে দাঁড়ানো একজন নারী দর্শক পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি টিভি ক্যামেরায় কিছু একটা দেখাতে গিয়ে রাস্তায় পড়ে যান। রেসের ভিডিওতে দেখা গেছে, ওই নারী জার্মান রাইডার টনি মার্টিনের ওপর এসে পড়েন।
মার্টিন পড়ে যাওয়ার পর ৫০ জনের মতো রাইডারও পড়ে যান। পুলিশ এই ঘটনাকে ‘অনিচ্ছাকৃত দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। তবে অন্য কিছু এর পেছনে আছে কি না, সেটিও খতিয়ে দেখার কথা জানিয়েছেন তারা।
আয়োজকদের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। বড় ধরনের সাইক্লিং প্রতিযোগিতায় এটি দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে ২০১২ সালে এমন আরেকটি ঘটনা ঘটে।