এআইডিওয়াইও এর প্রতিষ্ঠা দিবসে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সংগঠন দরদীদের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইওথ অর্গানাইজেশনের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

করোনা বিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার সকালে আগরতলা উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ূথ অর্গানাইজেশনের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির ঘোষণা করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে বলেন, করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যপরিসেবা মান উন্নয়ন করতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় সকল নাগরিকদের টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে।

বেকারদের কর্মসংস্থান বেকার ভাতা রোজ গার্মেন্টস শ্রমিক ও বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের প্রতি মাসে অনুদান প্রদান এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির লাগাম টানতে হবে।সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?