অনলাইন ডেস্ক, ২৭ জুন।। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় সংস্করণের আগে চুক্তি বাতিল করেছে দুটি ফ্র্যাঞ্চাইজি। তবে আসরের ডিরেক্টর জানিয়েছেন, তাদের পরিবর্তে অন্য দুটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তর্ভুক্ত করা হবে। লিগ থেকে নাম বাতিল হওয়া ফ্র্যাঞ্চাইজি দুটি হলো— কলম্বো কিংস ও ডাম্বুলা ভাইকিংস।
চুক্তির নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠার পর তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে এলপিএল। পরিশোধে খেলাফিসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়ায় কিংস ও ভাইকিংসকে বাদ দেওয়ার সুপারিশে অনুমোদন দেয় আইপিজি। এই গ্রুপটি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে এলপিএল আয়োজন করে।
কিংস-ভাইকিংসকে বাদ দেওয়ার প্রসঙ্গে এসএলসির সহ-সভাপতি রবিন বিক্রমারত্নে বলেন, ‘এর ফলে টুর্নামেন্টের জন্য বোর্ডের পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না। এলপিএলের দ্বিতীয় সংস্করণ শুরু হবে ৩০ জুলাই। চলবে ২২ আগস্ট পর্যন্ত।