স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয় ৬৭১৩ জনের৷ এর মধ্যে করোনা সনাক্ত হয় ২৯১ জনের৷ মৃত্যু হয় ৩ জনের৷
পশ্চিম জেলায় সংক্রমিত হয় ১০১ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত হয় ৩১ জন, গোমতী জেলায় সংক্রমিত হয় ৩৩ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত হয় ২৬ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয় ১৮ জন, ধলাই জেলায় ৩৩ জন, উত্তর জেলায় সংক্রমিত হয় ২৯ জন এবং ঊনকোটি জেলায় সংক্রমিত হয় ২০ জন৷ সক্রিয় রোগীর সংখ্যা ৩২৬৪ জন৷ সুস্থতার হার ৯৩.৮৭ শতাংশ৷ এবং সুস্থ হয় ৪৫৯ জন৷
মৃত্যুর হার ১.০৪ শতাংশ৷ তবে উদ্বেগের বিষয় হলো রাজ্যে গত এক সপ্তাহ যাবৎ প্রত্যক্ষ করা যায় রাজ্যে নমুনা পরীক্ষার হার অনেকটা কমে গেছে৷ কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে রাজ্যে করোনা রুখতে পর্যাপ্ত পরিমাণে নমুনা পরীক্ষার প্রয়োজন৷
কিন্তু এ বিষয়ে যদি প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সংক্রমণের সাথে পাল্লা দিয়ে মৃত্যুও ঊধর্বমুখী আকার ধারণ করতে পারে৷