স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। সূর্যমণিনগর সাব স্টেশনে কর্মরত সিভিল সিকিউরিটি গার্ডের কর্মীরা বেতন না পাওয়ায় মূল ফটকের সামনে শনিবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে৷ সূর্যমণিনগর সাবস্টেশনে কর্মরত সিকিউরিটি গার্ডের কর্মীরা দু’মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ৷
করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও সময়মতো বেতনের টাকা না পাওয়ায় সিকিউরিটি গার্ড কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
এর প্রতিবাদে শনিবার সকাল থেকে মূল ফটকের সামনে তারা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়৷ আন্দোলনকারীরা জানায়, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে তাদের বেতনের টাকা মিটিয়ে দেওয়ার কথা রয়েছে৷
অথচ এখনও পর্যন্ত তারা বকেয়া বেতনের টাকা পাচ্ছে না৷ এসব বিষয় নিয়ে তারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করেছে৷ আশ্বাস ও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি৷ করোনা পরিস্থিতিতে এইসব সিকিউরিটি গার্ডের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে৷
সে কারণেই তারা বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকালে মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে বলে জানিয়েছে৷ অবিলম্বে তাদের বকেয়া বেতনের টাকা মিটিয়ে না দিলে তারা কর্মবিরতি পালন করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷