শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও জিতল স্বাগতিক ইংল্যান্ড এবং সেটা বেশ বড় ব্যবধানে

অনলাইন ডেস্ক, ২৭ জুন।। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও জিতল স্বাগতিক ইংল্যান্ড এবং সেটা বেশ বড় ব্যবধানে। শনিবার সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটি ৮৯ রানে জিতে নেয় ইংলিশরা। ফলে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেতে হয় সফরকারী শ্রীলঙ্কাকে। ১৮১ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু দলটি ১৮.৫ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায়।

বিনুরা ফার্নান্দো সর্বোচ্চ ২০ ও ওসাদা ফার্নান্দো ১৯ রান করেন। ইংলিশদের পক্ষে ডেভিড উইলি ২৭ রানে সর্বাধিক ৩ উইকেট নেন। স্যাম কারেন ২ উইকেট নিয়েছেন ১৪ রান খরচায়। এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড দারুণ শুরু পায় দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের ব্যাটে। ১১.৪ ওভারে ১০৫ রান যোগ করেন দুজন। ৫১ রান করা বেয়ারস্টোকে ফিরিয়ে জুটি ভাঙেন ইসুরু উদানা।

বেয়ারস্টোর ৪৩ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। এরপর অবশ্য হঠাৎ ধস নামে ইংল্যান্ড ইনিংসে। দুশমন্ত চামিরার ছোবলে ১৬ থেকে ১৯ ওভারের মধ্যে ১৯ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এর মধ্যে ছিলেন সর্বোচ্চ ৭৬ রান করা মালানও।

১৯তম ওভারে ফেরার আগে ৪৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। শেষের দিকে স্যাম কারেন ও ক্রিস জর্ডানের ব্যাটে ৬ উইকেটে ১৮০ রানে থামে ইংল্যান্ড। লঙ্কানদের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন চামিরা। ম্যাচসেরা হয়েছেন ডেভিড মালান। সিরিজসেরা স্যাম কারেন। দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। চেস্টার-লি-স্ট্রিটে মঙ্গলবার শুরু হবে সিরিজটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?