স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৬ জুন।। ধর্মনগরের কামেশ্বরে নাবালিকাকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিলেন স্থানীয়রা। প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল দুই যুবক। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। অপহরণকারী এক যুবককে আটক করা হয়েছে ।
অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে প্রকাশ্য দিনের বেলায় নাবালিকা অপহরণের চেষ্টা। গ্রামবাসীদের তৎপরতায় আটক করা হল এক অপহরণকারী যুবককে। ঘটনা ধর্মনগর কামেশ্বর গ্রামে । জানা গেছে ,নাবালিকা অপহরণের চেষ্টায় আরো এক যুবক থাকলেও এলাকাবাসী তাকে ধরতে পারেনি।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন আজ সকাল থেকেই এলাকার এক নাবালিকাকে অপহরণের উদ্দেশ্য নিয়ে সাবাজপুর ও পদ্ম বিলের দুই যুবক কামেশ্বর এলাকায় একটি স্কুটি নিয়ে ঘোরাফেরা করছিল । এরইমধ্যে গ্রামের এক নাবালিকাকে স্কুটিতে নিয়ে পালানোর চেষ্টা করলে নাবালিকার মা স্কুটি সমেত যুবকটিকে আটক করেন।
নাবালিকার মায়ের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে স্কুটি সহ যুবকটিকে পাকড়াও করেন । যদিও সঙ্গে থাকা আরেক যুবক ঘটনা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালায় । আটককৃত যুবকের বাড়ি শাহবাজপুর এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ এই দুই যুবককে এলাকায় অকারণে চলাফেরা করতে দেখা যেত ।
এদিকে নাবালিকার মা জানিয়েছে নাবালিকাটির সাথে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে নাবালিকাকে সতর্ক করে। এরই মধ্যে সকালে ওই যুবক স্কুটি নিয়ে কোনরকমে ফুসলিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা করে।
তৎক্ষণাৎ তার মা এসে স্কুটির সমেত ওই যুবককে আটক করে। এলাকাবাসী ওই যুবকের বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগ এনে ধর্মনগর পুলিশের হাতে তুলে দিয়েছে ।