স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে “কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও” এই শ্লোগানের ভিত্তিতে আগরতলা সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে শনিবার রাজধানী আগরতলা শহরে সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়।
সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে রাজ্যপালের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করার কথা ছিল। কিন্তু আজ মাসের চতুর্থ শনিবার হওয়ায় সরকারি ছুটি। রাজ্যপালের দপ্তরে স্মারকলিপি গ্রহণ করার মত ব্যবস্থা নেই। সে কারণে প্রশাসনের তরফ থেকে আন্দোলনকারীদের জানানো হয় আগামী সোমবার চার সদস্যের প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করার জন্য। তাতে সহমত পোষণ করেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হয়ে সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, গত বছর ২৬ শে নভেম্বর দিল্লিতে কৃষক আন্দোলন শুরু হয়। কৃষকরা কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি অভিযানের চেষ্টা করলে পুলিশ তাদেরকে দিল্লিতে ঢুকতে দেয়নি। কৃষকরা দেশের রাজধানীতে প্রবেশ করতে না পেরে পাঁচটি সীমান্ত এলাকায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে।
এখনো সেই আন্দোলন অব্যাহত রয়েছে। ট্রেড ইউনিয়ন গুলি এবং বামপন্থী সংগঠনগুলি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আজ সারা দেশে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এবং রাষ্ট্রপতির উদ্দেশে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানিয়েছেন পবিত্র বাবু।
শনিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ মতিলাল সরকার, প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী আইন বাতিলের দাবিতে বিগত সাত মাস ধরে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন প্রত্যাহার করে নেয়নি। এর প্রতিবাদে দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সারা দেশের সাথে শনিবার রাজ্য প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়।