স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৬ জুন।। গভীর রাতে হাসপাতালে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় নিহত এক ল্যাব টেকনেশিয়ান৷ শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ উদয়পুর খিলপাড়া ভাঙারপাড় বাজারে ঘটে এই দুর্ঘটনা৷
ঘটনার বিবরণে জানা যায় আর কে পুর থানাধীন খিলপাড়া ভাঙারপাড় বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়ির নিচে ঢুকে মৃত্যু হয় রাজেশ ঘোষ নামে বাইক চালকের৷ তিনি টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান এর কাজ করতেন৷
রাত দেড়টা নাগাদ হাসপাতালের কাজ সেরে নিজের টিআর০৩ এইচ ৭০৮৩ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার পথে উদয়পুর খিলপাড়া বাজার এলাকায় আসতেই পথ কুকুরের চিৎকারে আতঙ্কিত হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দেয় এবং মৃত্যু হয়৷ শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মানুষ ঘটনা আঁচ করতে পেরে রাধাকিশোর পুর থানায় খবর দেয়৷
পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতাল মর্গে নিয়ে যায়৷ যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়৷
গভীর রাতে বাইক দুর্ঘটনায় রাজেশ এর মৃত্যুর খবরে গোটা খিলপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ শনিবার বিকেলে রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় দুর্ঘটনায় মৃত যুবকের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সমবেদনা জানান৷