স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৬ জুন।। আবারো ধর্ষণেরে ঘটনা। এবারের ঘটনা গোমতী জেলার উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার অন্তর্গত খিলপাড়া গোমতি পাড়া এলাকায়।
আজ দুপুরে মিমন মিঞা নামে এক যুবক এলাকার এক ডিভোর্সি মহিলাকে ধর্ষণ করে বলে ওই মহিলা রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য এই ধর্ষিত মহিলার এক সন্তান রয়েছে।
মামলা নথিভুক্ত হওয়ার সাথে সাথে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ খুব দ্রুত আসামী মিমন মিঞাকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। রাতেই মহিলা থানার পুলিশ সহ রাধাকিশোরপুর থানার সহযোগিতায় খিলপাড়া নিজ বাড়ি থেকেই মিমন মিঞাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আগামীকাল মিমন মিঞাকে উদয়পুর কোর্টে প্রেরণ করা হবে। আর কে পুর মহিলা থানার কেস নং ৩৭ /২১ , ধারা ৪৪৮ ও ৩৭৬ । ধর্ষিত মহিলা নিজেই আর কে পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।