অনলাইন ডেস্ক, ২৭ জুন।। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম রাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্কে হট-এয়ার বেলুন দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
আলবুকার্ক পুলিশ ডিপার্টমেন্ট (এপিডি) টুইটারে নিশ্চিত করেছে, বেলুনটি সেন্ট্রাল অ্যাভিনিউ ও আনসার বুলেভার্ডের পাশে একটি পাওয়ার লাইনে বিধ্বস্ত হয়। এর ফলে ওই এলাকায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকার ১৩ হাজার লোকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
পুলিশের মুখপাত্র গিলবার্ট গালেগস জানান, বেলুনটি স্থানীয় সময় শনিবার ৭টায় পাওয়ার লাইনে বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা টুইটারে জানায়, বেলুনটিকে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অবস্থায় মাটিতে পড়তে দেখে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানান, ঝুড়িটি (বেলুন) প্রায় ১০০ ফুট (৩০ মিটার) উঁচু থেকে পড়তে থাকে এবং আগুন লাগার আগে রাস্তায় বিধ্বস্ত হয়। যাত্রীবাহী বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোথাও ভাসছিল।
আলবুকার্ক পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করে, এই দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা। কিন্তু তাকে বাঁচানো যায়নি।