স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। ভেটেরিনারী চিকিৎসক পদে নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার বৈমাতৃসুলভ আচরণ করছে বলে গুরুতর অভিযোগ এনেছে সাধারণ ক্যাটাগরির বেকার চিকিৎসকরা৷ ভেটেরিনারী বেকার চিকিৎসকরা নিয়োগের দাবিতে শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন৷ আগাম অনুমতি না থাকায় নিরাপত্তা কর্মীরা তাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেয়নি৷
সম্প্রতি রাজ্য সরকার ভেটেরিনারী চিকিৎসক পদে নিয়োগের জন্য শূন্যপদ ঘোষণা করেছে৷ তপশিলি জাতিদের জন্য সাতটি এবং তপশিলি উপজাতিদের জন্য নয়টি পদে নিয়োগের জন্য শূন্যপদ ঘোষণা করা হয়েছে৷ সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য কোন শূন্যপদের সংস্থান রাখা হয়নি৷ সে কারণেই সাধারণ ক্যাটাগরির বেকাররা শনিবার সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন৷
চাকরি প্রত্যাশী বেকাররা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে আসলে নিরাপত্তা কর্মীরা তাদেরকে আটকে দেয়৷ আগাম অনুমতি ছাড়া কোনভাবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে না বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়৷ তাতে চাকুরি প্রার্থী ভেটেরিনারী চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়ায় শেষ পর্যন্ত তারা বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হন৷
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বেকার চাকরি প্রার্থী ভেটেরিনারী চিকিৎসকরা বলেন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য শূন্যপদ ঘোষণা করা হলেও সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য কোন ধরনের শূন্যপদ ঘোষণা করা হয়নি৷ ২০১৪ সালের পর থেকে ভেটেরিনারী চিকিৎসক পদে রাজ্যে নিয়োগ করা হয়নি৷
দীর্ঘদিন ধরে তারা বেকার৷ রাজ্যে ১১৮টি শূন্যপদ হয়েছে বলেও তারা দাবি করেন৷ তদুপরি কেন শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিদের নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে সেই প্রশ্ণ তুলেছেন সাধারণ ক্যাটাগরির চাকরি প্রার্থীরা৷
অবিলম্বে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য শূন্যপদ ঘোষণা করে নিয়োগের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলেও জানিয়েছেন৷