অনলাইন ডেস্ক, ২৭ জুন।। প্রেসিডেন্টের বিমানে হামলাকারীর তথ্য দিতে পারলে নিজেদের মুদ্রায় ৩ বিলিয়ন পেসো (৭৯৬,০০০ মার্কিন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কলম্বিয়া।
শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান দুকুকে বহনকারী বিমানে গুলিবর্ষণ করে দুষ্কৃতকারীরা। ওই সময় তিনি ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি কুকুতা এয়ারপোর্টে ছিলেন। এই হামলার বেশ কিছু ছবি প্রকাশিত হয় গণমাধ্যমে।
যেখানে দেখা যায়, প্রেসিডেন্টকে বহনকারী বিমানটির পাখা ও লেজে বুলেটের আঘাতে গর্তের সৃষ্টি হয়েছে। তবে এই গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট দুকুর ওপর হামলায় নিন্দা জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে একই বিমানে ছিলেন কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডিয়েগো মোলানো। শনিবার তিনি ঘোষণা দেন, অপরাধীকে ধরার জন্য কোনো তথ্য দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে।
এদিকে দেশটির জাতীয় পুলিশ ঘোষণা দেয়, কুকুতার আশপাশে তারা দুটি রাইফেল পেয়েছে। তার মধ্যে একটি একে-৪৭ ও আরেকটি ৭.৬২ ক্যালিভার রাইফেল। এই দুই অস্ত্র দিয়ে প্রেসিডেন্টের বিমানে হামলা চালানো হয় জানায় তারা।