স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৬ জুন।। পথ অবরোধে বসলো তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকার মানুষ৷ বন্য দাঁতাল হাতির তাণ্ডব নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে তেলিয়ামুড়া বন দফতরের অধীনে উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে৷ ওইসব এলাকার মানুষজন দিনের বেলা কষি কাজে ব্যস্ত থাকে এবং রাতের বেলা পুরো এলাকা রাত জেগে পাহারা দিতে হয় হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ পেতে৷
বন দফতরের এডিএস টিমের কর্মীসহ এলাকায় বন দফতর থেকে নিয়োগ করা ভলান্টিয়ার থাকলেও কোন কিছুই কাজে আসছে না৷ বন্য দাঁতাল হাতির তাণ্ডব দিনের পর দিন বৃদ্ধি পেয়েই চলছে৷
দীর্ঘদিন ধরে হাতির সমস্যায় নাজেহাল গ্রামবাসীরা শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে শনিবার দুপুরে বনদফতরের জনৈক এক আধিকারিককে হাতের কাছে পেয়ে আটক করে রাখে গ্রামবাসীরা৷ এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ৷
ক্ষুব্ধ গ্রামবাসীরা রেঞ্জ অফিসারকেও আটক করে কৃষ্ণপুর-উত্তর মহারানি সড়কে পথ অবরোধে শামিল হয়৷ ক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য একটাই, বন্য দাঁতাল হাতির উন্মত্ত তাণ্ডব থেকে তাদেরকে পরিত্রাণ দিতে হবে বনদফতরকে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার৷ তিনি এসে এলাকাবাসীদের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতা করেন৷
অবশেষে বন দফতর থেকে স্থায়ী ক্যাম্প তৈরি করে দেওয়া হবে এই আশ্বাসে ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করে৷ তবে এই আশ্বাসে ক্ষুব্ধ গ্রামবাসীরা আপাতত অবরোধ মুক্ত করে দিলেও হাতির তাণ্ডবের স্থায়ী সমাধান রয়ে গেল প্রশ্ণের মধ্যে৷