অনলাইন ডেস্ক, ২৬ জুন।। ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের মূল্য। শনিবার আরও মহার্ঘ্য হল দুই জ্বালানি তেল। একটু একটু করে বাড়তে বাড়তে মুম্বইয়ে ১০৪ টাকা ছাড়িয়ে গেল পেট্রোলের দাম, এভাবে বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই দিল্লি, কলকাতা ও চেন্নাইতেও ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে পেট্রোল, বেঙ্গালুরুতে এক লিটার পেট্রোলের দাম ইতিমধ্যেই ১০১ টাকা ছাড়িয়েছে।
মূল্যবৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই ডিজেলও। পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে মাথায় হাত দেশের সাধারণ মানুষের। রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৮.১১ টাকা এবং ডিজেল ৮৮.৬৫ টাকা।
কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-৯৭.৯৭ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯১.৫০ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৪.২২ টাকা এবং ডিজেল ৯৬.১৬ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ৯৯.১৯ টাকা এবং ডিজেল ৯৩.২৩ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০১.৩৯ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.৯৯ টাকা।