অনলাইন ডেস্ক, ২৬ জুন।। মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা নোভোভ্যাক্সের তৈরি টিকা কোভোভ্যাক্সের প্রথম ব্যাচের তৈরী শুরু হয়ে গেল ভারতে। পুণের সেরাম ইনস্টিটিউটের কারখানাতে এই টিকা তৈরী শুরু করা হচ্ছে এর মধ্যেই। শুক্রবার এই সংস্থার তরফে টুইট করে এই কথা জানানো হয়। সেরামের প্রধান আদর পুনাওয়ালা বলেন এই টিকা করোনার ভাইরাস থেকে ১৮ বছরের কম বয়সীদের রক্ষা করতে সক্ষম।
সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে এই মর্মে আরো জানানো হয়েছে, করোনা ভাইরাসের ইউকে ও আফ্রিকার সংস্করণের উপর এই টিকা ৮৯ শতাংশ কার্যকর। এই বিষয়টা প্রমাণিত হয়েছে। এই বছরের মার্চ মাসে কোভোভ্যাক্সের ট্রায়ালের কথা সেরাম সামনে এনেছিল । সেরাম কর্তাজানিয়েছিলেন , ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতীয় বাজারে কোভোভ্যাক্স টিকা পাওয়া যাবে।
২০২০ সালের অগাস্ট মাসে সেরামের সঙ্গে জোট বেঁধে করোনার টিকা তৈরির কথা ঘোষণা করে নোভাভ্যাক্স। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোভিশিল্ড তৈরি করেছিল। সেকোভোভ্যাক্স তাদের বানানো দ্বিতীয় করোনার টিকা। রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক ভি-র পরীক্ষা এবং বিশ্লেষণের ছাড়পত্র সেরাম এর মধ্যেই পেয়ে গিয়েছে। ডিসিজিআই তাদের অনুমোদন দিয়েছে।