অনলাইন ডেস্ক, ২৬ জুন।। সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বরের ফাইনাল দিয়ে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে স্থগিত থাকা আইপিএল।
আর ফাইনাল হবে ১৫ অক্টোবর। এর একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থানান্তরের ব্যাপারে অবশ্য বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি আইসিসিকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়নি এখনো। যার ফলে ভেন্যু পরিবর্তনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড হবে আরব আমিরাত ও ওমানে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৮ দল— বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই ৮ দলের মধ্য থেকে দুই গ্রুপের সেরা ৪ দল যোগ দেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৮ দলের সঙ্গে সুপার-১২ এ।
২৪ অক্টোবর থেকে শুরু সুপার-১২ হবে মোট ৩০ ম্যাচের। এই ১২ দলকে ভাগ করা হবে দুই গ্রুপে। আরব আমিরাতের তিন শহর দুবাই, আবুধাবি ও শারজাহতে হবে এই দুই গ্রুপের ম্যাচ। এ ছাড়া এই তিন ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও প্লে অফ, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।