অনলাইন ডেস্ক, ২৬ জুন।। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন সাত মাস অতিক্রান্ত হলেও মেলেনি সমাধান। নাছোড়বান্দা মনোভাব নিয়ে আন্দোলনে কৃষকেরাও। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট। সূত্রের খবর, একটি পাক-গোষ্ঠী কৃষক আন্দোলনের সুযোগে ভারতে নাশকতার চেষ্টা চালাচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ও দিল্লি পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর।
সংবাদ সংস্থার খবর মোতাবেক, দিল্লির নিরাপত্তা আরও আঁটেসাঁটো করার প্রস্তাব দেওয়া হয়েছে গোয়েন্দা রিপোর্টে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে তিনটি মেট্রো স্টেশন এদিন সকাল থেকেই বন্ধ। দুপুর ২ টো পর্যন্ত ইয়েলো লাইনের বিশ্ববিদ্যালয়, সিভিল লাইনস ও বিধান সভা মেট্রো স্টেশন জনসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে দিল্লি পুলিশের পরামর্শ মেনেই ওই তিনটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হবে। এছাড়া, শনিবার প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে রিপোর্টে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তা রুখতেই পর্যাপ্ত বাহিনী রাখার কথা বলা হয়েছে। উল্লেখ্য, করোনার দাপটে কৃষক আন্দোলন কিছুটা গতি হারিয়েছিল, তবে শনিবার, মানে আজ রাজভবন অভিযান করতে চলেছে কৃষকরা। সব রাজভবনের সামনে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবেন তাঁরা।
এরপর রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা। প্রসঙ্গত, কৃষক আন্দোলন ঘিরে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে কেন্দ্র। বারেবারে বৈঠক করেও মেলেনি সমাধান। কেন্দ্রের বক্তব্য কৃষকদের স্বার্থেই এই নতুন তিন আইন আনা হয়েছে। অন্যদিকে তিন নতুন কৃষি আইনের পুরোপুরি রদ চাইছেন কৃষকেরা।পরিষেবা স্বাভাবিক হয়।