অনলাইন ডেস্ক, ২৬ জুন।। জাতীয় দলের দুই সতীর্থ ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের মতো শেষ অস্ট্রেলিয়ান হিসেবে দ্য হান্ড্রেড’র উদ্বোধনী আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
লন্ডন স্প্রিটের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন ‘ম্যাক্সি’। তার পরিবর্তে পশ্চিম অস্ট্রেলিয়ার জশ ইংলিশকে দলে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে সাদা বলের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরেও যাচ্ছেন না ম্যাক্সওয়েল।
৩২ বছর বয়সী তারকার সরে দাঁড়ানোর বিষয়টি ফক্স ক্রিকেট পোডকাস্টে নিশ্চিত করেছেন স্প্রিরিটের কোচ শেন ওয়ার্ন।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত গ্লেন ম্যাক্সওয়েল দ্য হান্ড্রেড থেকে সরে দাঁড়িয়েছে। তাকে ড্রাফটে পেয়ে আমরা সত্যি উচ্ছ্বসিত ছিলাম। আমরা জানি, যে ম্যাচ উইনার। ১০০ বলের ক্রিকেটের এই আসর শুরু হবে ২১ জুলাই।