অনলাইন ডেস্ক, ২৬ জুন।। ভারতীয় সমাজকে মাদকের বিপদ থেকে মুক্ত করতে তৃণমূল স্তরে যাঁরা কাজ করে চলেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আন্তর্জাতিক মাদক ও চোরাচালান বিরোধী দিবসে প্রধানমন্ত্রী জানালেন, জীবন বাঁচানোর প্রতিটি প্রচেষ্টা অতীব গুরুত্বপূর্ণ। সর্বোপরি সমাজে অন্ধকার, ধ্বংস এবং ধ্বংসযজ্ঞ বয়ে নিয়ে আসে মাদক।
শনিবার, ২৬ জুন আন্তর্জাতিক মাদক ও চোরাচালান বিরোধী দিবসে প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, আন্তর্জাতিক মাদক ও চোরাচালান বিরোধী দিবসে, সমাজকে মাদকের বিপদ থেকে মুক্ত করতে তৃণমূল স্তরে যাঁরা কাজ করে চলেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জীবন বাঁচানোর প্রতিটি প্রচেষ্টা অতীব গুরুত্বপূর্ণ। সর্বোপরি সমাজে অন্ধকার, ধ্বংস এবং ধ্বংসযজ্ঞ বয়ে নিয়ে আসে মাদক।