স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৩ তম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্যে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জানান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র। তাঁর সাহিত্য কীর্তি আজও অমলিন। তাঁর রচিত বন্দেমাতরম সঙ্গীতটি ভারতের স্বাধীনতা আন্দোলনের মুখ্য প্রেরণা হিসাবে কাজ করেছিল৷
উপমুখ্যমন্ত্রী আরও বলেন ১৪টি উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। এরমধ্যে কিছু উপন্যাস নিয়ে চলচিত্র তৈরী হয়েছে। তিনি আশা প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাসগুলি আগামী দিনেও নবীন প্রজন্মকে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য উচ্চ শিক্ষা পরিষদের চেয়ারম্যান ড. অরুনোদয় সাহা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল এবং অধিকর্তা রতন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ জাতীয় গান ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি পরিবেশন করেন। অনুষ্ঠানটি কোভিড-১৯ সংক্রান্ত সরকারি সকল বিধি নিষেধ মেনে আয়োজন করা হয়েছে।