স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৫ জুন।। আমবাসা রেল স্টেশনে রেলওয়ে পুলিশের হাতে আটক ভূয়া বিএসএফ উর্দি পরা এক যুবক। সংবাদে প্রকাশ আজ দুপুর ঐ ভূয়া বিএস এফ উর্দি পরা যুবক আমবাসায় আসে। ঐ ছদ্মবেশী বিএসএফ জওয়ানের নাম উত্তম চাকমা বাড়ি ঊনকুটি জেলার মাছমারা এলাকায়। সে নিজেকে বিএসএফ জওয়ান বলে পরিচয় দিয়ে চলাফেরা করছে এমনকি অভিযোগ উত্তম চাকমা বিএসএফে চাকুরী দেওয়ার নাম করে বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে টাকা নিয়েছে । জানা যায় উত্তম চাকমা আগরতলা শিলচর গামী রেল দিয়ে আমবাসায় রেল স্টেশনে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আসে। উত্তম স্টেশনে নামতেই কয়েকজন পুলিশ তাকে দেখে সন্দেহ হয়, তখন আমবাসা জিআরপি পুলিশ তাকে আটক করে রেলওয়ে থানায় নিয়ে যায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ খবর দেওয়া হয় স্হানীয় বিএসএফ ক্যাম্পে। ক্যাম্প থেকে বিএসএফের আধিকারিক সনাক্ত করে উত্তম চাকমা বিএসএফ জওয়ান নয়। তারপর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর উত্তম নিজেই স্বীকার করে সে ভূয়া বি এস এফ। সে ইচ্ছা করেই বি এস এফ এর ড্রেস লাগিয়ে নিজের প্রভাব খাটাতে এবং অর্থ উপার্জন করতে এই উর্দি পরেছে। এদিকে আমবাসা রেল স্টেশনে ভূয়া বি এস এফ এর উর্দি পরা এক যুবক কে আটক খবর শুনে। খবর পেয়ে কচুছড়া এলাকার এক জনৈক ব্যক্তি তার ছেলেকে নিয়ে থানায় হাজির হয়। ওনার বক্তব্য উত্তম চাকুরী দেবার নাম করে পঁচিশ হাজার টাকা নিয়েছে কিন্তু ঐ ব্যক্তি এই বিষয়ে কোন প্রমান দেখাতে পারেননি এবং মামলা করতে নারাজ। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় উত্তম চাকমা বর্তমানে তেলিয়ামুড়া থাকে সেখান সে নিজেকে বিএসএফ জওয়ান বলে জাহির করে দিব্যি চলছে। উত্তম স্বীকার করে সে একজন আগে সে গাড়ির ড্রাইভারি করতো এবং সে বি এস এফ নয়। এদিকে গোটা ঘটনার পর জানা যায় উত্তমের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।তাই আমবাসা জিআরপি থানার পুলিশ আগামীকাল আদালতে সোপর্দ করবে বলে জানান ওসি রঞ্জিত বর্ধণ। সূত্রের খবর বেশ কয়েক মাস আগে উত্তম চাকমা আরেক নামে ছদ্মবেশী বিএসএফ সেজে রাজধানীর বটতলা এলাকায় জনতার হাতে ধরা পরেছিলো পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।সেই যাত্রায় সে বেঁচে যাওয়ার ফলে বিএসএফের পোশাক ব্যবহার করে প্রতারণা করেই যাচ্ছে। এখন দেখার বিষয় এই বি এস এফ উর্দি পরা ছদ্মবেশী উত্তম চাকমাকে আদালত কি সিদ্বান্ত গ্রহণ করেন।