অনলাইন ডেস্ক, ২৫ জুন।। পেশী চোটে উইম্বলডন থেকে ছিটকে গেছেন নারী এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিমোনা হালেপ।
গত মে মাসে ইতালিয়ান ওপেনে পেশিতে চোট পান এই রোমানিয়ান। যার ফলে পরবর্তীতে ফ্রেঞ্চ ওপেন থেকেও ছিটকে যান হালেপ।
২৯ বছর বয়সী তৃতীয় বাছাই আশায় ছিলেন, ২০১৯ সালের উইম্বলডন জয়ের শিরোপা রক্ষায় কোর্টের লড়াইয়ে নামার। তবে এই আসর শুরুর আগে আগে নিজের নাম প্রত্যাহার করে নিলেন তিনি। করোনার কারণে ২০২০ সালে এই গ্র্যান্ড স্ল্যামের আসর হয়নি।