স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জুন।। অম্বাবুচি তিথিতে প্রতিবছরই মা বোনেরা বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা-অর্চনা পাশাপাশি সিঁদুর খেলায় মেতে ওঠেন। কিন্তু এবছর করোণা ভাইরাস সংক্রমণ জনিত করোণা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বিধিনিষেধ আরোপের থাকায় সিঁদুর খেলা তেমনটা জমে উঠেনি। অম্মাবাচি উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ির গেটের সামনে মহিলাদের সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়।
বর্তমান কোভিড পরিস্থিতির কারণে মন্দির বন্ধ রাখা হয়েছে। তাই ভক্তদের সমাগম কম। নিয়ম রক্ষার্থে মহিলারা লক্ষীনারায়ন বাড়ির গেটের বাইরে ঠাকুরকে প্রণাম করে একে অপরকে সিঁদুর পরিয়ে দিয়েছেন। অম্বাবুচি দিতে সিঁদুর খেলতে আসা জিজ্ঞাসা করা হলে তারা জানান স্বামী সন্তানের মঙ্গল কামনায় তারা এদিন সিঁদুর খেলায় সামিল হয়েছেন।
তবে করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে করোনা বিধি মেনেই তারা সিঁদুর খেলায় সামিল হয়েছেন বলে জানান। গত বছরও করোনা ভাইরাস সংক্রমণের কারণে অম্বুবাচী তিথিতে মা বোনেরা ঐতিহ্যবাহী উৎসব থেকে বঞ্চিত হয়েছেন। মন্দির না খোলায় তারা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের গেটের সামনে সিঁদুর খেলায় মেতেছেন।