অনলাইন ডেস্ক, ২৫ জুন।। ৫৬ বছরের প্রথা তুলে দিল উয়েফা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আসছে মৌসুম থেকে অ্যাওয়ে গোলের নিয়ম থাকছে না। এক বিবৃতিতে উয়েফার গভর্নিং বডি বিষয়টি নিশ্চিত করেছে। ১৯৬৫ সালে অ্যাওয়ে গোলের নিয়ম চালু হয়।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় কোনো খেলার দুই লেগই ড্রয়ে হলে অ্যাওয়ে গোলের সংখ্যা বিবেচনায় ফল নির্ধারণ হতো।
এনিয়ে আলোচনা-সমালোচনা হয়েছেন অনেক। শেষ পর্যন্ত যা তুলেই দিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা।
গত মাসে উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটি অ্যাওয়ে গোল নিয়ম বাতিলের সুপারিশ করেছিল। সেটিরই অনুমোদন দিয়েছে সংস্থাটির নির্বাহী কমিটি।
এখন থেকে দুই লেগ মিলিয়ে সমতা থাকলে দ্বিতীয় লেগের ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে। যেখানে ৩০ মিনিট খেলা হবে। সেখানেও সমতা বজায় থাকলে হবে টাইব্রেকার।
চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের পাশাপাশি উয়েফা কনফারেন্স লিগেও এই নিয়ম কার্যকর হবে। মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগেও দেখা যাবে নতুন এই নিয়ম।