ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ফাইজার টিকা অত্যন্ত কার্যকর বলে দাবি করা হচ্ছে

অনলাইন ডেস্ক, ২৫ জুন।। করোনাভাইরাসের (কভিড-১৯) অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ফাইজার-বায়োএনটেকের টিকা অত্যন্ত কার্যকর বলে দাবি করেছেন ইসরায়েলে ফাইজারের এক কর্মকর্তা।

ইসরায়েলে ফাইজারের চিকিৎসাশাস্ত্র বিষয়ক পরিচালক আলন র‌্যাপাপোর্ট বৃহস্পতিবার দেশটির আর্মি রেডিও-কে এ কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ভারতে প্রথম ধরা পড়া করোনাভাইরাসের এই ডেল্টা ধরন এখন বিশ্বব্যাপী আগ্রাসী হয়ে উঠছে। বিভিন্ন দেশে সংক্রমণের নতুন ঢেউ দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আলন র‌্যাপাপোর্ট বলেন, ‘যেসব জায়গায় করোনাভাইরাসের ডেল্টা ধরন ব্রিটিশ ধরনকে টপকে বিস্তার লাভ করেছে, সেসব জায়গার তথ্য একত্রিত করে আমরা দেখেছি আমাদের টিকা খুবই কাজে দিচ্ছে। এটি প্রায় ৯০% কার্যকর হচ্ছে। ’

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে ফাইজারের মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণস্বাস্থ্য বিভাগের প্রধান শ্যারন অ্যালরয়-প্রেইস বলেছেন, ফাইজারের টিকা ডেল্টা ধরন প্রতিরোধে কতটা কার্যকর তা বলার মতো যথেষ্ট তথ্য তাদের কাছে নেই।

তিনি বলেন, ‘ইসরায়েলে ডেল্টা শনাক্ত হওয়া প্রায় ২০০ জনের প্রথম নমুনাগুলো আমরা এখন খতিয়ে দেখছি।   সুতরাং, আমরা শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানতে পারব। ’

ইসরায়েলে ৯৩ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশিই ফাইজারের দুই ডোজ টিকা পেয়েছে। এতে দেশটিতে কমে এসেছে কভিড শনাক্তের সংখ্যা।

পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) এক গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের কভিড টিকা নেওয়া ৯০ শতাংশের বেশি মানুষকে ডেল্টা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়নি।

এর আগে এক গবেষণায় পিএইচই বলেছে, আলফার চেয়ে ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা কম কার্যকর। টিকার একটি ডোজ ডেল্টা ধরনের বিরুদ্ধে ১৭ শতাংশ কম কার্যকর। তবে টিকার দুটি ডোজ ডেল্টা ধরনকে প্রতিরোধে তুলনামূলক সক্ষম।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?