অনলাইন ডেস্ক, ২৫ জুন।। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গ্রানাডা সফরে যেতে পারবেন না তিনি।
প্রিটোরিয়াস এখন আইসোলেশনে আছেন এবং সেরে ওঠার জন্য নির্ধারিত প্রটোকল মানছেন। নেগেটিভ রিপোর্ট এলে ফের খেলায় ফিরতে পারবেন তিনি।
এই ৩২ বছর বয়সী অলরাউন্ডারের পরিবর্তে আরেক অলরাউন্ডার উইয়ান মুলদারকে টি-টোয়েন্টি স্কোয়াডে রেখেছে প্রোটিয়ারা। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও ছিলেন তিনি।
দ.আফ্রিকার হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছেন মুলদার, পাকিস্তানের বিপক্ষে এপ্রিলে। এ ছাড়া প্রোটিয়ারা দলে রেখেছে আরেক পেস-বোলিং অলরাউন্ডার আন্দিলে ফেহলুকায়োকে।
টি-টোয়েন্টিতে দ.আফ্রিকার নেতৃত্ব থাকছে সাদা বলের অধিনায়ক টেম্বা বাভুমার কাঁধে। নিতম্ব ও আঙুলের চোটের কারণে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। তবে এবার প্রথম টি-টোয়েন্টি থেকে বাভুমাকে পাওয়ার আশা করছে দ.আফ্রিকা।
ক্যারিবীয়-প্রোটিয়ার পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ররিবার (২৭ জুন) রাতে থেকে।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বিয়র্ন ফরচুন, বিউরান হ্যান্ডরিকস, রিজা হ্যান্ডরিকস, হেইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, সিসান্দা মাগালা, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলদার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্তশে, আন্দিলে ফেহলুকায়ো, কাগিসো রাবাদা তাবরিজ শামসি, রসি ফন ডার ডাসেন, কাইল ভেরেন্নে, লিজাড উইলিয়ামস।