অনলাইন ডেস্ক, ২৫ জুন।। চলতি ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে আছে রবার্তো মানচিনির ইতালি। আজ্জুরিরা শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বে একটি ম্যাচও না হেরে।
আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৭ গোল দিলেও অক্ষত রেখেছে নিজেদের জাল। ইতালি ছাড়া কেবল ইংল্যান্ডই গ্রুপ পর্বে এখনো কোনো গোল হজম করেনি।
কোচ মানচিনির হাত ধরে ঘুরে দাঁড়ানো আজ্জুরিদের জয়রথ যেন ছুটছেই। টানা ৩০ ম্যাচ অপরাজিত তারা। তার মধ্যে গত ১১ ম্যাচে একটি গোলও হজম করতে হয়নি। ইতালি সর্বশেষ হেরেছিল ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর, উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শনিবার দিবাগত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর শেষ ষোলোয় মুখোমুখি হবে অস্ট্রিয়ার। এই ম্যাচ জিতলেই অপরাজিত থাকার দৌড়ে নিজেদের পুরোনো রেকর্ড ভাঙবে ইতালি। সঙ্গে টানা অপরাজিত থাকার রেকর্ডে আর্জেন্টিনার সঙ্গে চেয়ার ভাগাভাগি করবে তারা।
১৯৩০-এর দশকেও টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ১৯৩৫-৩৯ পর্যন্ত কোচ ভিত্তোরিও পোজ্জোর অধীনে টানা ৩০ ম্যাচ জিতে আজ্জুরিরা।
এই অধ্যায়ের মধ্যে ইউরোপিয়ান জায়ান্টরা ১৯৩৮ বিশ্বকাপও জেতে। এর আগে ১৯৩৬ সালে জেতে অলিম্পিক স্বর্ণপদক। অস্ট্রিয়াকে হারাতে পারলেই পোজ্জোর রেকর্ডটি নিজের করে নেবেন মানচিনি।
আরেকটি তথ্য যোগ না করলেই নয়; বর্তমান সময়ে ইতালির পরে টানা জয়ের পথে আছে আলজেরিয়াও। টানা ২৭ ম্যাচ অপরাজিত আফ্রিকান নেশনস কাপ জয়ীরা।
জাতীয় দলের টানা জয়ে অবশ্য সবার ওপরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন। দুই দলই সমান টানা ৩৫ ম্যাচ জিতেছিল। ব্রাজিল এই রেকর্ড গড়ে ১৯৯৩-১৯৯৬ সালে। স্পেন ২০০৭-২০০৯ সালে। ১৯৯১-১৯৯৩ পর্যন্ত টানা ৩১ ম্যাচ জিতে পরের স্থানে আর্জেন্টিনা। পরের স্থানে ইতালি। দুইবারই তাদের থামতে হয়েছে ৩০ ম্যাচ টানা জেতার পর। টানা ৩০ ম্যাচ জয় আছে ফ্রান্সেরও, ১৯৯৪-৯৬ সালের মধ্যে।