ক্ষেত মজুরদের সমস্যা নিয়ে ডেপুটেশন দিতে গিয়ে আক্রমণের শিকার ইউনিয়নের সমর্থকরা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৪ জুন।। ক্ষেত মজুরদের বিভিন্ন সমস্যা নিয়ে ঘিলাতলী পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে গিয়ে আক্রমণের শিকার হলো ইউনিয়নের কর্মীসমর্থকরা। অভিযোগের তীর শাসক দলের দিকে। সঙ্গবদ্ধ হামলায় আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ক্ষেত মজুর ইউনিয়ন বৃহস্পতিবার ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতে ৫ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। সে অনুযায়ী ডেপুটেশন দিতে যাওয়ার প্রাকমুহুর্তে তারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছে ৬ জন খেতমজুর ইউনিয়নের কর্মী। ঘটনা বৃহস্পতিবার দুপুরে ঘিলাতলী পালপাড়া এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বামপন্থী ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে ৫ দফা দাবির ভিত্তিতে ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার কথা ছিল।

সেই উদ্দেশ্যে সংগঠনের কর্মীরা ঘিলাতলী থেকে মিছিল শুরু করে পালপাড়া এলাকায় আসা মাত্রই দুষ্কৃতিরা মিছিলে অতর্কিতে হামলা করে। এতে আহত হয় সংগঠনের ৬জন কর্মী। আহতরা হলেন ক্ষেতমজুর ইউনিয়নের খোয়াই জেলা সম্পাদক অজয় ঘোষ, হরিপদ সরকার, মনিন্দ্র সরকার, সুকুমার দাস সহ ৬জন। আহতদের দলীয় কর্মীরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের প্রত্যেককে জিবি হাসপাতালে রেফার করে দেন।

ঘটনার খবর পেয়ে আহত কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে আসেন কল্যাণপুরের প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, এলাকার প্রবীণ সিপিআইএম নেতা সুভাাষ নাথ সহ অন্যান্যরা । তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বর্তমান সরকারের আমলে বিরোধীদের আন্দোলন ও সংগঠন করাার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন। ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় ,এই ডেপুটেশন দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে কোন বৈধ অনুমতি নেওয়া হয়নি। তবে ক্ষেতমজুর ইউনিয়নের নেতাকর্মীদের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?