স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৪ জুন।। জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত এক ব্যাক্তি আমবাসায়। সংবাদের বিবরণে জানা যায় আমবাসা টিআরটিসি পাড়ার বাসিন্দা নিপেন্দ্র দাস(৫৮) পেশায় দিন মজুর। প্রতিদিনের মত আজও তিনি সকালে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন জানা যায় জনৈক ব্যক্তি আমবাসা কমলপুর চৌমনি স্থিত জীবন সাহার বাড়িতে জাম পাড়তে গাছে উঠেন নিপেন্দ্র দাস।
আচমকা গাছ থেকে পা পিছলে ঘরের ছাদে পড়েন এবং ঘরের ছাদ থেকে সেখান থেকে ছিটকে উঠানে রাখা ইটের স্টেকের উপরেপড়েন। গুরুতর আহত হন নিপেন্দ্র বাবু সাথে সাথে দমকলদপ্তর কে খবর দেয়া হয়। দমকল দপ্তরের কর্মীরা এসে জীবন সাহারা বাড়ি থেকে নিপেন্দ্র দাস কে দমকল দপ্তরের গাড়ি দিয়ে জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কুলাই স্থিত জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিপেন্দ্র দাসকে জিবিতে রেফার করেন।
জানা যায় নিপেন্দ্র দাসের অবস্থায় খুবই সূচনীয়।চোখে দেখতে পারননা মস্তিষ্কে চাপ পরেছে বাম পা ভেঙ্গে যায় । বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন যে ২৪ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। মর্মান্তিক এই ঘটনায় নিপেন্দ্র দাসের পরিবারের লোকজন মেনে নিতে পারছেনা।