আগরতলা সরকারি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকরা স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে আন্দোলনে শামিল হলেন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জুন।। আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ফি কমানো এবং ইন্টার্ন চিকিৎসকদের স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ বিক্ষোভে সামিল হন ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হলেন। গত দুদিন আগেও ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের তরফ থেকে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে তাদের স্টাইপেন্ড বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। কলেজের অধ্যক্ষ প্রফেসর এইচ পি শর্মা স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই তাদের স্টাইপেন্ড বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

প্রথম বর্ষের পিজি চিকিৎসকদের স্টাইপেন্ড ৪০ থেকে ৪৮ হাজার টাকা, দ্বিতীয় বর্ষের ৪৫ থেকে ৪৯, ৫০০ হাজার এবং তৃতীয় বর্ষে ৪৮ হাজার থেকে ৫১ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। আন্দোলনে যারা শামিল হয়েছেন তারা স্টাইপেন্ড আরো বৃদ্ধির দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এইচ পি শর্মা জানান , আজ যারা আন্দোলনে সামিল হয়েছেন তারা কোন সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে সামিল হন নি। ইন্টার্নদের একটা অংশ এই আন্দোলনে শামিল হয়েছে।

এ প্রসঙ্গে তথ্য দিতে গিয়ে কলেজের অধ্যক্ষ জানান, গভমেন্ট স্পন্সর হিসেবে যারা রয়েছেন তারা স্টাইপেন্ডের পাশাপাশি আলাদা বেতন পাচ্ছেন। যারা ওপেন ক্যাটাগরির রয়েছেন তারা শুধু স্টাইপেন্ড পাচ্ছেন। সে কারণেই ওপেন ক্যাটাগরির ইন্টার্নরা তাদের স্টাইপেন্ড আরো বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন। কলেজের অধ্যক্ষ অবশ্য জানিয়েছেন তাঁদের দাবি সনদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। রাজ্য সরকার ইন্টার্ন চিকিৎসকদের স্টাইপেন্ড বৃদ্ধির যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?