স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৪ জুন।। তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তর ও নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবে ১৮ঊর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সকাল থেকে এই টিকাকরণ শিবিরের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। পুলিশ প্রশাসন ও প্রেসক্লাবের সদস্যরা সুন্দর ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এই শিবির পরিচালনা করেন।
শিবিরে ৪৭০ জনের অধিক জনগণ করোনা টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন নিতিন কুমার সাহা, মহকুমা প্রেসক্লাবের সম্পাদক পার্থসারথি রায় , তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন সম্পাদক নরেন্দ্র গোপ , তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোপারেটিভ সোসাইটির চেয়ারপার্সন জয়ন্ত সাহা সহ প্রমুখরা।
কল্যাণী রায় প্রেসক্লাবের এই সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এর সাথে নব চিন্তন এর সদস্যরা যেভাবে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন তার ও প্রশংসা করেন। টিকাকরণ শিবির হওয়ায় জনগণ ও ব্যাপক খুশি। আগামী দিনেও এরকম শিবির আরোপ করা হবে বলে প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানান। বরাবরই সামাজিক কাজে তেলিয়ামুড়া মহাকুমা প্রেসক্লাব তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়। এর পূর্বেও করোনার টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে।