যুক্তরাষ্ট্রে ভবন ধস : নিখোঁজ ৯৯ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

অনলাইন ডেস্ক, ২৫ জুন।। যুক্তরাষ্ট্রের মায়ামি বিচের কাছে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপে উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নিখোঁজ ৯৯ জনের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে আংশিকভাবে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপ থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আটলান্টিক উপকূলের ১২তলা ভবনটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ধসে পড়ে।

এ সময় বাসিন্দারা ঘুমিয়ে থাকায় অজ্ঞাত সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অ্যাপার্টমেন্টের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মায়ামিতে আর্জেন্টাইন অধিবাসী নিকোলাস ফার্নান্দেজ (২৯) বলেছেন, ‘ভবনের একপাশ পুরোপুরি ধসে পড়েছে, সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। ’

ভবনে ফার্নান্দেজের পরিবারের ইউনিটে গতরাতে যারা ছিলেন, তাদের এখনো কোনো খোঁজ পাননি।
তিনি এএফপি-কে বলেন, ‘তাদের ব্যাপারে আমি কিছুই জানি না। আমি জানি না তারা বেঁচে আছে কিনা। ’

কর্তৃপক্ষ বলেছে, ভবনটি ধসে পড়ার সময় ভবনে থাকতে পারেন এমন ৯৯ জনের এখনো তারা কোনো খোঁজ পাননি। স্থানীয় মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, এ পর্যন্ত ১০২ জনের হিসাব পাওয়া গেছে।

তিনি বলেন, ‘স্নাইফার ডগ’সহ অনুসন্ধান ও উদ্ধারকারী দল রাতভর তাদের তৎপরতা চালাবে।
রাত শেষ হলেও তাদের কার্যক্রম বন্ধ হবে না।

ভবন ধসের কারণে প্রায় ৫৫টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধারকারী দল রাত দেড়টায় ঘটনাস্থলে পৌঁছায় এবং ভবন থেকে ৩৫ জনকে উদ্ধার করে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?