স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জুন।। চাকরিচ্যুত আরো এক শিক্ষকের মৃত্যু। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সকালে চাকরি চ্যূত শিক্ষক বিশালগড় গোকুলনগর এলাকার প্রদীপ দেবনাথের মৃত্যু হয়। চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যু সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চাকরিচ্যুত শিক্ষকদের মিছিল থেমে নেই ।১০৩২৩ শিক্ষকদের একে একে মৃত্যুর সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০৪। বৃহস্পতিবার প্রয়াত হলেন আরোও একজন চাকরিচ্যুত ১০৩২৩ এর শিক্ষক।
মৃত শিক্ষকের নাম প্রদীপ দেবনাথ। বাড়ি বিশালগড় থানাধীন গকুলনগর এলাকায়। পরিবার সূত্রে খবর, পূর্ব গকুলনগর হাইস্কুলে শিক্ষকতা করতেন প্রদীপ দেবনাথ। চাকুরিচ্যুত হওয়ার পর থেকে সব সময় হতাশা এবং চিন্তায় মগ্ন থাকতেন প্রদীপবাবু। গত কিছুদিন পূর্বে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপর চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় তাকে । অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে কান্নার ঢল নেমে পড়ে তার পরিবার-পরিজনদের মধ্যে। প্রদীপ বাবুর আত্মীয় পরিজনরা জানান, মৃতদেহ বাড়িতে আনতে গেলে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার প্রয়োজন। তাই টাকার অভাবে তার মৃতদেহ বাড়িতেও আনা সম্ভব হবে না।চাকুরিচ্যুত হবার পর ১০৩২৩ শিক্ষকদের মধ্য থেকে একে একে ১০৪ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার শিক্ষক প্রদীপ দেবনাথ এর মৃত্যুতে শোকাহত ১০৩২৩ শিক্ষক মহল। চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।