অনলাইন ডেস্ক, ২৫ জুন।। চীনের মধ্যাঞ্চলে একটি মার্শাল আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার স্থানীয় সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, হতাহত অধিকাংশ শিক্ষার্থীর বয়স সাত থেকে ১৬ বছর।
ঝেংচাং কাউন্টির সরকারি বিবৃতিতে বলা হয়, আগুন নেভানো হয়েছে এবং কর্তৃপক্ষ এ অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করছে।
স্থানীয় সরকারের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বেইজিং তৌশিয়াও নিউজ জানায়, এ অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩৪ বোর্ডিং শিক্ষার্থী ছিল।
বিবৃতিতে বলা হয়, হেনান প্রদেশের প্রত্যন্ত ঝেংচাং কাউন্টির ওই কেন্দ্রের ব্যবস্থাপককে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আহতদের বাঁচাতে সবকিছু করছেন তারা।