বিজেপি হোক বা সাধারণ মানুষ, এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত সবাই

অনলাইন ডেস্ক, ২৪ জুন।। রাজ চক্রবর্তীর সিনেমা দিয়ে বড়পর্দায় আবির্ভাব নুসরাত জাহানের। রাজনীতিতে তারা এখন খুবই কাছাকাছি। একজন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিধানসভার সদস্য, অন্যজন লোকসভার।বর্তমানে নুসরাত কলকাতার সিনে পাড়ায় আলোচনার বড় উৎস। বিজেপি হোক বা সাধারণ মানুষ, আপাতত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত সবাই।

নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার ও অনাগত সন্তানের বাবার পরিচয় গোপন রেখে তুমুল বিতর্কে আছেন নুসরাত। তবে এ সংসদ সদস্যকে নিয়ে সেভাবে মুখ খোলেনি তৃণমূল। এমনকি অভিনেত্রীর বেস্ট ফ্রেন্ড মিমি চক্রবর্তী দিন কয়েক আগে মিডিয়ার সামনে হাজির হলেও এড়িয়ে যান নুসরাত প্রসঙ্গ। এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের নব্য নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী।

তিনি বলেন, “নুসরাত খুব বুদ্ধিমতী। আমার তো ওকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান বলেই মনে হতো। কিন্তু যখন ও ওই কথাগুলো বলেছে, প্রেজেন্স অব মাইন্ডে হয়তো ভুল হয়ে গেছে। আমার বিশ্বাস, কোনটা কোথায় বলা উচিত, সেটা ও খুব ভালো করে জানে। ও একজন সাংসদ, একটি দলের প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস ও ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে।

যদিও এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।”গত কয়েক দিন ধরেই বিবাহিতার বেশে নুসরাত জাহানের সংসদ সদস্য শপথ নেওয়া ঘিরে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। এ নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল। এ দিকে নুসরাত রয়েছে নিজের খেয়ালে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব। সম্প্রতি একটি কাপড় ধোয়ার পাউডারের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?