স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুন।। পেট্রোলের বদলে জল৷ যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে৷ প্রতিদিনই পেট্রোল পাম্পে পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছে৷ সাধারণ মানুষ বুঝতে পারেন নি৷ অবশেষে বুঝতে পেরে তারা পেট্রোল পাম্পে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে৷
ঘটনাটি অরুন্ধতি নগর রোড নাম্বার ১৩ এর ভারত পেট্রোলিয়ামের অন্তর্গত শ্রীমা পেট্রোলিয়ামে৷ এই পেট্রোল পাম্পটি পথ চলতে শুরু করেছে বেশিদিন হয়নি৷ পথ চলতে শুরু করার পর কামাই বানিজ্য জম্পেশ করতে পেট্রোল, ডিজেলে জল মেশাতে শুরু করে৷
গত কয়েকদিন ধরে যারা বিভিন্ন যানবাহনে পেট্রোল বা ডিজেল নিয়ে যাচ্ছে তাদের যানবাহনের যন্ত্রাংশ খারাপ হতে শুরু করে৷ দ্বিচক্র বা অন্যান্য যানবাহন গ্যারেজে নিয়ে যাওয়ার পর তারা বুঝতে পারে পেট্রোল বা ডিজেলে ভেজাল৷ বুধবার যান চালকরা ভেজাল ধরতে পেট্রোল পাম্পে হানা দেয়৷ কেউ বোতল নিয়ে পাম্পে হাজির হয়৷
পেট্রোল এর জায়গায় বের হচ্ছে জল৷ পেট্রোল পাম্পের মালিক ভাবলেশহীন৷ সব ঠিক আছে বলেই দায়িত্ব খালাস৷ জানা গেছে পেট্রোল পাম্প মালিকের জ্ঞাতসারেই ভেজাল চলছে দীর্ঘ দিন ধরে৷ ড্রপগেট-ক্যাম্পেরবাজার রাস্তার পাশে গড়ে উঠা পেট্রোল পাম্পের সামনে সকালে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে এডি নগর থানার পুলিশ ছুটে যায়৷
সদর মহকুমা শাসকের নির্দেশে দুপুরে ছুটে যায় ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিক সহ পুলিশের আধিকারিকরা৷ তারা পেট্রোল পাম্প থেকে নমুনা সংগ্রহ করে৷ নমুনা ল্যাবে পাঠানো হয়৷ পেট্রোলের সাথে জল মেশানোর প্রাথমিক প্রমান পাওয়ার পর পেট্রোল পাম্পটি সিল করে দেওয়া হয়৷
এই পেট্রোল পাম্প থেকে পেট্রোপন্য বিক্রি করা যাবে না৷ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিক৷ যান চালকদের বক্তব্য, বুধবার সকালে যারাই পেট্রোল নিচ্ছে তাদের পেট্রোলের জায়গায় বের হচ্ছে জল৷
রাজধানীসহ আশপাশ এলাকায় বেশ কিছু পেট্রোল পাম্প গড়ে উঠেছে৷ একাংশ পেট্রোল পাম্পের বিরুদ্ধে ভেজাল মেশানোর অভিযোগ রয়েছে৷