২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩৯৫ জন, মৃত্যু ২ জনের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুন।। রাজ্যে করোনার সংক্রমণের হার এখনো উদ্বেগজনক৷ এমনকি রাজ্যে করোনা নমুনা পরীক্ষা অনেকটাই কম হচ্ছে৷ ফলে আগামীদিনে ঝুঁকি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা সচেতন মহলের৷

পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি৷ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৯৫ জন৷ নমুনা পরীক্ষা হয় ৭৩৯২ জনের৷ মৃত্যু হয় ২ জনের৷

পশ্চিম জেলায় সংক্রমিত হয় ৮৮জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত হয় ২২জন, গোমতী জেলায় সংক্রমিত হয় ৪৯ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত হয় ৪০ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয় ২০ জন, ধলাই জেলার সংক্রমিত হয় ৪৩ জন, উত্তর জেলায় সংক্রমিত হয় ৬৭ জন এবং ঊনকোটি জেলায় সংক্রমিত হয় ৬৬ জন৷ সুস্থতার হার ৯৩.৪০ শতাংশ এবং এদিন আরোগ্য হয় ২৪৩ জন৷ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৫০২ জন৷

বুধবার রাজ্যে সর্বমোট টিকাকরণের আওতায় আসে ৪২৮৫৪ জন৷ এর মধ্যে সর্বাধিক বেনিফিশিয়ারি ১৮-৪৪ বছর বয়সি৷ ১৮-৪৪ বছর বয়সি বেনিফিসিয়ারি ৩৭৫০৮৷ ৪৫-৫৯ বছর বেনিফিশিয়ারি ৩৫৯৫ জন৷

৬০ বছরের ঊধের্ব বেনিফিশিয়ারি ১৫৬৩ জন৷ এ পর্যন্ত রাজ্যে ২৩৩৯৯৬৯ জন বেনিফিশিয়ারি টিকাকরণের আওতায় এসেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?