স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ২৩ জুন।। জঙ্গি শিবির থেকে পালিয়ে এসে আনন্দবাজার থানায় আত্মসমর্পন করেছে দুই বৈরী৷ আনন্দবাজার থানাধীন উজান গছিরামপাড়ার বাসিন্দা দুই এন এল এফটি সদস্য স্বাভাবিক জীবনে ফিরে এসেছে৷ তাদের নাম সুবোধ রিয়াং এবং সুমন জয় রিয়াং৷ তারা গত এপ্রিল মাসে এন এল এফ টি বৈরী দলে যোগ দেয়৷
সূত্রের খবর, ওই দুই যুবক কিছুদিন আগে বাংলাদেশ ও ত্রিপুরা সীমান্ত এলাকায় ভান্ডারীমার দিকে জঙ্গলে গন্ধী খুঁজতে যায়৷ সেখান থেকে এন এল এফটি সদস্যরা তাদেরকে নিয়ে যায়৷ বাংলাদেশ সীমান্তের ভিতরে জুমের টংঘরে রেখে তাদেরকে দিয়ে কাজ করায়৷ তাদের সঙ্গে থাকলে বেতন দেবে বলে জানায়৷
কিন্তু বেতন তো দূরের কথা তারা ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছিল না৷ সে কারণেই তারা জঙ্গী শিবির থেকে গতকাল পালিয়ে আসে৷
তাদের অভিভাবকদের তরফ থেকে আনন্দবাজার থানায় বিষয়টি জানানো হয়৷ তারপর তারা আত্মসমর্পন করে৷