স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৩ জুন।। রেগার মজুরী না পেয়ে ভিলেজ কার্যালয় ঘেরাও করলো এলাকবাসী। ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত লাউগাং ভিলেজ কার্যালয়ের অধীনে বসবাসকারী লোকজনেরা দীর্ঘ অনেক মাস যাবৎ রেগার কাজ করে সঠিকভাবে রেগার মজুরী পাচ্ছেননা।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ অনেকপথ অতিক্রান্ত করে শান্তির বাজারে ব্যাঙ্কে এসে উনাদের মজুরীর কথা জানতে চাইলে ব্যাঙ্ক কতৃপক্ষ ভিলেজ কার্যালয়ে জি আর এস ও সেক্রেটারীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। অপরদিকে এলাকাবাসী ভিলেজ কার্যালয়ে গিয়ে জি আর এস ও সেক্রেটারীর সঙ্গে দেখা করলে উনারা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগের পরামর্শ দিয়ে থাকেন। এই তালবাহানায় দীর্ঘ অনেকমা স রেগার মজুরী থেকে বঞ্চীত এলাকাবাসী এমনটাই অভিযোগ।
এই তালবাহানায় অবশেষে ধৈর্য্যহারা হয়ে বুধবার ভিলেজ কার্যালয় ঘেরাও করলো এলাকাবাসী। এই বিষয়ে ভিলেজ কার্যালয়ের সেক্রেটারির নিকট জানতে চাইলে তিনি জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এখন দেখার বিষয় এই করোনা মহামারির মধ্যে রেগার শ্রমিকদের নায্য পাওনা মিটিয়ে দিতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।