নিয়মিতকরণের সিদ্ধান্ত নেয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ ত্রিপুরা সাইন্স টিচার অ্যাসোসিয়েশনের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুন।। বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়মিত করার সিদ্ধান্ত গ্রহণ করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা সাইন্স টিচার অ্যাসোসিয়েশন । রাজ্য মন্ত্রিসভা রাজ্যের ‌‌962জন বিজ্ঞান শিক্ষকদের নিয়মিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিগত সরকারের আমলে তারা শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন।

সরকারি নির্দেশিকা ছিল পাঁচ বছর চাকরি করার পর তাদেরকে নিয়মিত করা হবে। কিন্তু বিগত সরকারের আমলে পাঁচ বছর পূর্ণ হওয়ার পরও তাদেরকে নিয়মিত করা হয়নি। 2017 সালের জুলাই মাসে বিজ্ঞান শিক্ষকরা পাঁচ বছর পূর্ণ করেছেন। নিয়ম অনুযায়ী তখন থেকেই তাদেরকে নিয়মিত বেতন-ভাতা দেওয়ার কথা। কিন্তু বিগত বামফ্রন্ট সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি। বর্তমান সরকার কোন পরিস্থিতিতে বিজ্ঞান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ‌‌ বিগত বামফ্রন্ট সরকারের কারণে বিজ্ঞান শিক্ষকরা দীর্ঘ 9 বছর আর্থিক অনটনে কাটাতে বাধ্য হয়েছেন বলেও বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে যে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে তা কার্যকর করতে আপ্রাণ চেষ্টা চালাবে। সংগঠনের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে করোনা পরিস্থিতিতে বিজ্ঞান শিক্ষকরা একদিনের বেতন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করবেন। প্রত্যেক বিজ্ঞান শিক্ষককে এই সিদ্ধান্ত মেনে একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার অনুরোধ জানানো হয়েছে। রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে স্বাগত জানিয়েছে ত্রিপুরা সাইন্স টিচার অ্যাসোসিয়েশন ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?